mi A1 || এন্ড্রয়েড ওয়ান কি? || এন্ড্রয়েড ও এন্ড্রয়েড ওয়ানের পার্থক্য।


শাওমির mi A1 বাজারে আসার পর আবারো আলোচনায় এসেছে এন্ড্রয়েড ওয়ান। তো এন্ড্রয়েড ওয়ান কি এবং এন্ড্রয়েড ও এন্ড্রয়েড ওয়ানের পার্থক্য জানাবো আপনাদের।
 সুন্দর পিচাই এর হাত ধরে এন্ড্রয়েড ওয়ান প্রজেক্টের যাত্রা শুরু ২০১৪ সালে। মূলত দক্ষিন এশিয়া ও আফ্রিকার মত পিছিয়ে পড়া দেশগুলোর মানুষদের হাতে কোয়ালিটি সম্পন্ন এন্ড্রয়েড ফোন তুলে দেয়াই এর উদ্দেশ্য। প্রথম দিকে ভারতের মাইক্রোম্যাক্স, স্পাইস ও কার্বন মোবাইল এন্ড্রয়েড ওয়ান ফোন বাজারে আনে। আমাদের দেশীয় সিম্ফনির Roar A50 ছিল প্রথম দেশীয় এন্ড্রয়েড ওয়ান স্মার্টফোন।
 এন্ড্রয়েড ওয়ান স্মার্টফোনের ডিজাইন, হার্ডওয়্যার, সফ্টওয়ার থেকে শুরু করে ফিউচারে সকল আপডেট ও সাপোর্টের দায়িত্ব গুগলের নিজের। তবে দাম কম রাখার জন্য এন্ড্রয়েড ওয়ান স্মার্টফোনে কাস্টমাইজেশনের সুবিধা লিমিটেড করে দেয়া হয়েছে। যার কারণে ম্যানুফ্যাকচারার ব্রান্ডের নিজস্ব সুবিধা খুব একটা থাকেনা। একারণে আপনি পিওর স্টক এন্ড্রয়েড ব্যবহারের এক্সপেরিয়েন্স পাবেন 🙂
 প্রথম দিকের এন্ড্রয়েড ইউজাররা প্রাইভেসি নিয়ে সমস্যায় ছিলেন। তবে বর্তমানে সে সমস্যা গুগল কাটিয়ে উঠেছে। গুগল ২বছর যাবৎ সকল প্রকার আপডেট ও সিকিউরিটি প্যাচ সরবরাহ করবে।
 এন্ড্রয়েড ওয়ান নিয়ে বিস্তারিত জানিয়েছি এই ৪ মিনিটের ছোট্ট ভিডিওতেভিডিওটি দেখলে আরো অনেক ডিটেইল্স জানতে পারবেন।
https://youtu.be/DasAm-HoIl0

Comments